আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই ঝড় তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৮৬ রানের বিশাল রান তুলে ফের রেকর্ড গড়লেন ক্লাসেনরা। ঈশান কিষাণের দুরন্ত শতরান, ট্র্যাভিস হেডের বিধ্বংসী অর্ধশতক এবং অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি ও হেনরিক ক্লাসেনের ছোট কিন্তু কার্যকরী ইনিংস হায়দরাবাদকে বড় রান তুলতে সাহায্য করে। এই ম্যাচের পরেই প্রাক্তন প্রোটিয়া পেসার ডেল স্টেইন এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন।

 

তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে জানিয়েছেন, ‘এবারের আইপিএলে ৩০০ রান করার ইতিহাস তৈরি হবে। আর সেই ঘটনা ঘটবে আগামী ১৭ এপ্রিল’। তিনি ১৭ এপ্রিলকেই কেন বেছে নিলেন তা জানা যায়নি।  স্টেইনের পোস্টে লেখা, ‘একটি ছোট ভবিষ্যদ্বাণী, ১৭ এপ্রিল আমরা আইপিএলে প্রথম ৩০০ রান দেখতে পাব। কে জানে, আমি হয়তো নিজেই সেদিন উপস্থিত থাকতে পারি’। আইপিএলের সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

 

এই দুই দলের শেষ সাক্ষাতে একই ভেন্যুতে সূর্যকুমার যাদবের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় পেয়েছিল মুম্বাই। তবে গত আইপিএলে হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচে সানরাইজার্স ২৭৭ রানের বিশাল স্কোর করেছিল। যার জবাবে মুম্বই করেছিল ২৪৬ রান। ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক পিচে বড় রান ওঠার সম্ভাবনা রয়েছে। তবে ৩০০ রানের ভবিষ্যদ্বাণী মিলবে কিনা তা এখনও বলা যাচ্ছে না। ইতিমধ্যেই আইপিএলে হায়দরাবাদ রবিবার তাদের প্রথম ম্যাচ খেলেছে। রাজস্থান রয়্যালসকে ৪৪ রানের হারিয়েছে তারা। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে চার উইকেটে হেরেছে।